ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

নিম্নমানের কারণে কমেছে চীনের অস্ত্র রপ্তানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

চীনা অস্ত্রের নিম্নমান, দুর্বল ও অসামঞ্জস্যপূর্ণ সক্ষমতার কারণে দেশটির অস্ত্র রপ্তানি কমে গেছে। এসব সমস্যাগুলোর কারণে চীন থেকে অস্ত্র আমদানি করা দেশগুলো পড়েছে বিপাকে।

ডিরেক্টাসের এক প্রতিবেদনের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত এক দশকে চীনের অস্ত্র রপ্তানি কমেছে প্রায় এক চতুর্থাংশ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) জানিয়েছে, আগের পাঁচ বছরের তুলনায় ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে চীনের অস্ত্র রপ্তানি কমেছে ৭ দশমিক ৮ শতাংশ।

বিশ্ব বাজারে চীনের শেয়ার ৫ দশমিক ৬ শতাংশ থেকে কমে ৫ দশমিক ২ শতাংশে নেমেছে। তবে চীনা অস্ত্রের চাহিদা বেড়েছে, যার কারণ সেগুলো অন্য দেশগুলোর অস্ত্রের তুলনায় কম ব্যয়বহুল। সেইসঙ্গে এসব অস্ত্র যেমন সক্ষমতা দেখানোর কথা ছিল, সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।

থিঙ্ক ট্যাঙ্ক র্যা ন্ড করপোরেশনের গবেষক সিন্ডি ঝেং বলেন, চীন তার সামরিক সরঞ্জামে স্বল্প খরচ দেখিয়ে গ্রাহকদের আকর্ষণ করে। কিন্তু সেখানে ভেতরে অন্য খরচ আছে। বিশেষ করে যখন বিভিন্ন ত্রুটি দেখা যায়।

ডিরেক্টাস বলছে, চীনা সামরিক সরঞ্জামগুলোর সঙ্গে প্রযুক্তিগত সামঞ্জস্যের অভাবের কারণে বিশেষ করে পরে খরচ বেড়ে যায়। চীন ৫৩টি দেশে অস্ত্র সরবরাহ করে। তবে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মত বড় অস্ত্রসরবরাহকারী দেশের জন্য চীনের অস্ত্রের বাজার নেই। পাকিস্তান, মিয়ানমার, বাংলাদেশ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মত দেশে বেশিরভাগ অস্ত্র রপ্তানি করে চীন।