ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ভারতকে হারানো আত্মবিশ্বাস বিশ্বকাপে কাজে আসবে: হাথুরুসিংহে

আকাশ উজ্জামান

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

ব্যর্থতায় ভরা এশিয়া কাপে শেষটা জয় দিয়েই রাঙিয়েছে বাংলাদেশ। শিরোপার অন্যতম দাবিদার ভারতকে হারানোয় টাইগাররা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বলে মনে করেন টাইগার হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

সবচেয়ে বড় ব্যাটিং লাইনআপের দল ভারত। তাদের বিপক্ষে বাংলাশের পুঁজি ২৬৫। জিততে হলে করতে হতো দুর্দান্ত বোলিং। সেটাই করে দেখালো টাইগাররা।

শুরুতেই রোহিত শর্মা ও তিলক ভার্মাকে আউট করে দলকে কক্ষপথে রাখেন অভিষিক্ত পেসার তানজিম সাকিব। এমন জয়ে তার প্রশংসা করতে ভুল করেননি হেডমাস্টার চন্ডিকা হাথুরুসিংহে।

চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘এটা বলতে পারি, এই ম্যাচ দিয়ে সে বিশ্বকাপ দলে থাকার দাবি তুলল। আমরা চাইছি বিশ্বকাপে ইনজুরিমুক্ত চার পেসার। কারণ, ইবাদত চোটে পড়ে বিশ্বকাপ খেলতে পারবে না।’

ভারতের মাটিতে গড়াচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। শেষ ম্যাচে ভারতে হারানোয় আত্মবিশ্বাস বিশ্বকাপ আসরে কাজে আসবে বলে মনে করেন তিনি।

টাইগার কোচ বলেন, ‘এমন আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাওয়া অনেক ভালো ব্যাপার। এই এশিয়া কাপে যদিও আমাদের দলীয় পারফরম্যান্স কম হয়েছে। তবে আমরা অনেক ভেন্যুতে এবং উইকেটে খেলেছি। আমরা অনেক খেলোয়াড়কে পরখও করে নিতে পেরেছি।’

বিশ্বকাপ দলে চার পেসার বিবেচনায় তানজিমের সুযোগ দেখছেন হাথুরু। এই জয়ে এশিয়া কাপের তৃতীয় সেরা দর হিসেবে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ।

এএইট