অনলাইনে ৩০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার দায়ে গ্রেপ্তার ২
রাজশাহী বিভাগীয় প্রতিনিধি
প্রকাশিত : ১০:২৭ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
অনলাইন অ্যাপে বিনিয়োগের নামে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নুরুন্নবী পলাশ ও মিনারুল হক মিঠু নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহী নগরীর তেরখাদিয়া ও নিউ মার্কেট এলাকা থেকে বৃহস্পতিবার তাদেরকে বোয়ালিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে।
বোয়ালিয়া থানার ওসি গোলাম মোস্তফা জানান, বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পলাশকে গ্রেপ্তার করে তেরখাদিয়া গ্রীণ টাওয়ার থেকে। তার দেয়া তথ্যে সন্ধ্যায় নিউমার্কেটের এশিয়ান স্কাই থেকে মিঠুকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে প্রতারণা, ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অন্তত দশটি মামলা চলমান রয়েছে।
এর মধ্যে প্রতারণা অভিযোগে গত ১৩ সেপ্টেম্বর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। চাঁপাইনবাবগঞ্জের আনোয়ার হোসেন নয়ন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নুরুন্নবী পলাশ, মিনারুল হক মিঠু ও আনারুল ইসলাম জয়কে আসামি করা হয়েছে।
তিনি বলেন, অনলাইন মুদ্রা বা বিটকয়েন ব্যবসা ও এমটিএফএ অ্যাপে বিনিয়োগের নামে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু লোকের নিকট থেকে নূরনবী পলাশ ও তার সহযোগীরা প্রায় ৩০০ কোটি টাকা হাত দিয়ে নিয়েছে।
গ্রেপ্তার নুরুন্নবী পলাশের বাড়ি গোমস্তাপুর উপজেলার কদমতলি গ্রামে। তিনি মৃত জুল মোহাম্মদ সরদারের ছেলে। পলাশ বর্তমানে নগরীর তোরখাদিয়া স্টেডিয়ামের পশ্চিমে গ্রীণ টাওয়ারের ৯তম তলা ভবন বসবাস করেন। তার সহযোগি মিঠুর বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার খোদ্দকাছুটিয়া গ্রামে। তিনি আলিম উদ্দিনের ছেলে।
তাদের আরেক সহযোগি নগরীর লক্ষ্মীপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে আনারুল ইসলাম জয় পালাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এএইচ