ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামছে ভারত-শ্রীলঙ্কা

আকাশ উজ্জামান

প্রকাশিত : ০৯:০১ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩ রবিবার

এশিয়া কাপের পর্দা নামছে কাল। শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ান শ্রেষ্ঠত্ব অর্জনে মুখিয়ে আছে লঙ্কানরা। এদিকে, সপ্তমবারের মতো এশিয়া কাপ ঘরে তুলতে মরিয়া ভারত। 

ম্যাচটি শুরু হবে আজ রোববার বিকাল সাড়ে তিনটায়। 

এশিয়ার বিশ্বকাপখ্যাত টুর্নামেন্ট এশিয়া কাপ। যেখানে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী দল ভারত। এবারও শিরোপা থেকে মাত্র একধাপ দূরে রয়েছে রোহিত শর্মার দল।

পাঁচ অক্টোবর থেকে ভারতের মাটিতে বসছে বিশ্বকাপের আসর। এর আগে, এশিয়ান শ্রেষ্ঠত্ব অর্জন করে আত্মবিশ্বাস বাড়াতে চায় টিম ইন্ডিয়া।

এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে সুপার ফোর। সব জায়গায়ই দারুণ খেলেছে ভারত। পাঁচ ম্যাচে চারটিতেই জয় পেয়েছে দলটি। ফাইনালেও সেই ধারা অব্যাহত রাখতে চায় শুভমান গিল-হার্ডিক পান্ডিয়ারা।

শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের ম্যাচে এগিয়ে থাকলেও এশিয়া কাপের মঞ্চে সমান অবস্থানে ভারত। ২২ বারের দেখায় দুদলই জিতেছে ১১টি করে ম্যাচ। এবার শিরোপা জিতে পরিসংখ্যানেও এগিয়ে যেতে চায় রোহিত বাহিনী।

এদিকে, পাকিস্তানে খেলতে ভারত অনিচ্ছা প্রকাশ করায় এশিয়া কাপে সহযোগি আয়োজকের দায়িত্ব পায় শ্রীলঙ্কা। বেশীর ভাগ ম্যাচই ঘরের মাঠে খেলেছে তারা। হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে উঠে এসেছে ফাইনালে।

প্রতিপক্ষ শক্তিশালী ভারত। যাদের সাথে সুপার ফোরে হেরেছিল লঙ্কানরা। তবে, এবার কোনো ভুল নয় প্রতিশোধ নিয়েই নিজ মাটিতে শিরোপা উদযাপন করতে চায় শানাকা বাহিনী।

এএইচ