লজ্জাজনক হারে ক্ষমা প্রার্থনা লঙ্কান অধিনায়কের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩৫ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
ঘরের মাটিতে এশিয়া কাপের ফাইনাল ম্যাচে লজ্জায় ডুবেছে শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে অলআউট হয়েছে ৫০ রানে। হেরেছেও ১০ উইকেটে। এমন হারের পর ক্ষমা চেয়েছেন লঙ্কান অধিনায়ক।
নিজেদের মাঠে খেলতে নেমে এমন লজ্জার রেকর্ড গড়ে বিব্রত শ্রীলঙ্কা। তাই তো ম্যাচ শেষে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘বিপুলসংখ্যক দর্শক মাঠে এসেছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। আপনাদের হতাশ করায় দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাচ্ছি। আশা করি শ্রীলঙ্কার ক্রিকেট ঘুরে দাঁড়াবে।’
শানাকা আরও বলেছেন, ‘উইকেট দেখে মনে হয়েছিল ব্যাটসম্যানরা ভালো করতে পারবে। সেজন্যই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। আবার আবহাওয়াও মেঘাচ্ছন্ন ছিল। কিন্তু ধারণার চেয়েও আমরা খারাপ খেলেছি। ’
ভারতীয় বোলার মোহাম্মদ সিরাজের প্রশংসা করে শানাকা বলেছেন, ‘আজ আমরা খুবই উঁচু মানের বোলিং আক্রমণের বিপক্ষে খেলেছি। সিরাজ আর বুমরাহ অসাধারণ খেলেছে। খুব ভালো গতিতে বল করেছে তারা। তবে এর সঙ্গে আমাদের দুর্বলতাও ছিল।’
এএইচ