কুলাউড়ায় ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে টিলাগাঁও ইউনিয়নের শাহপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালেক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিক্সাটি রবিরবাজার থেকে টিলাগাঁয়ের দিকে যাচ্ছিল। এসময় টিলাগাঁও থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিক্সাটিকে চাপা দিলে দুমড়ে মুছড়ে যায়।
ঘটনাস্থলেই নিহত হন টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুরের পথচারী লিয়াকত সরকার ও মোবারকপুরের সিএনজি চালক মহরম মিয়া। আহতরা হলেন কামরান, ছয়ফুল ও নিরেন্দ্র মালাকার।
পরে খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে।
গুরুতর আহতদেকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এএইচ