ঠাকুরগাঁওয়ে কারাম পূজা ও সামাজিক উৎসব অনুষ্ঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ০৪:০৩ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার
ঢাক-ঢোল বাজিয়ে নাচ-গানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ওঁরাও সম্প্রদায়ের প্রধান ধর্মীয় কারাম পূজা ও সামাজিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বংশপরম্পরায় যুগ যুগ ধরে প্রতি বছর বাংলা মাসের ১ থেকে ৩ আশ্বিন এই উৎসব পালন করে আসছে তারা। এই উৎসব উপভোগ করতে ভিড় করেন প্রশাসনের কর্মকর্তাসহ সকল সম্প্রদায়ের লোকজন।
কারাম একটি গাছের নাম। ওড়াঁও জাতিগোষ্ঠীর মানুষেরা গাছকে একটি পবিত্র এবং মঙ্গলেরও প্রতীক মনে করেন।
প্রতি বছরের ন্যায় এ উৎসবকে ঘিড়ে সোমবার রাতব্যাপী ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর পাঁচপীর ডাঙ্গার উড়াও পাড়ায় কারাম পূজা ও সামাজিক উৎসব কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটোসহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, সদর থানার ওসি ফিরোজ কবির, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার উপদেষ্টা এ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এএইচ