ম্যাক্রোর সংবাদ সম্মেলন ঘিরে ফরাসি রাষ্ট্রদূতকে তলব রাশিয়ার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০৩ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৩ বুধবার
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সংবাদ সম্মেলনে রুশ সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ায় মস্কোয় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া।
এক সপ্তাহেরও বেশি সময় আগে ভারতের রাজধানী নয়াদিল্লীতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রুশ নিউজ চ্যানেল রিয়া নোভোস্কির একাধিক সাংবাদিক এবং রাশিয়া-নিউজের এডিটর-ইন-চিফকে ফরাসি প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনে প্রবেশ করতে দেয়া হয়নি।
বিষয়টিকে নির্দয় আচরণ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের এই আচরণ ছিল চরম বিদ্বেষপূর্ণ এবং সরাসরি রুশ-আতঙ্ক তৈরির লক্ষ্যে এটি করা হয়েছে।
এ কারণে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে বলেছে, প্যারিস যেন যেকোনো ভিন্ন মতাবলম্বী গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করা বন্ধ করে। ফ্রান্সের উচিত রুশ গণমাধ্যমগুলোর সঙ্গে বৈষম্য বন্ধ করা।
এএইচ