ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

উত্তপ্ত ভারত-কানাডা সম্পর্ক

আজহারুল ইসলাম

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩ বুধবার

খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং হত্যাকাণ্ড ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-কানাডা সম্পর্ক। পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে ঘটেছে কূটনীতিক বহিষ্কারের ঘটনাও। এমন পরিস্থিতিতে, কানাডিয়ানদের ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 

গত জুনে কানাডায় খুন হওয়া খালিস্তান টাইগার ফোর্সের প্রধান হারদীপ সিং নিজ্জার হত্যার সঙ্গে ভারতের জড়িত থাকার অভিযোগ এনেছে জাস্টিন ট্রুডোর সরকার। তবে বিষয়টি আরও ঘোলাটে হয়ে উঠে কানাডা ও ভারত উভয় দেশই একে অপরের কূটনীতিককে বহিষ্কার করার পর থেকে। 

ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে নিজ দেশের নাগরিকদের নতুন বার্তা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার নাগরিকদের ভারত ভ্রমণে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।  

এর আগে পার্লামেন্টে দেয়া ভাষণে ট্রুডো বলেন, কানাডার মাটিতে একজন কানাডীয় নাগরিক হত্যায় বিদেশি কোনো সরকারের সংশ্লিষ্টতা সার্বভৌমত্বের লঙ্ঘন। স্বাধীন, মুক্ত ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা যেভাবে কাজ করে, তার সম্পূর্ণ পরিপন্থি এ ধরনের ঘটনা।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কানাডার এসব অভিযোগকে অযৌক্তিক বলে নাকচ করে দিয়েছে। 

দুই দেশের এই পাল্টাপাল্টি ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। অবিলম্বে হত্যাকারী এবং এই হত্যার পরিকল্পনাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনা প্রয়োজন বলে জানিয়েছে দেশটি। 

এদিকে, দিল্লীতে অবস্থিত কানাডার দূতাবাসে হামলার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। দূতাবাসের নিরাপত্তায় সিআরপিএফ ও দিল্লী পুলিশের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

এএইচ