ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট, তরুণ গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩২ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার

বান্ধবীর ছবি এডিট করে আপত্তিকরভাবে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে পল্লব শেখকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় বুধবার (২০ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা পর নড়াইল সদরের শেখহাটি গ্রামের বাবু শেখের ছেলে পল্লবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী তরুণীর বাবা জানান, পল্লব সম্প্রতি তার মেয়ের ছবি এডিট (সম্পাদনা) করে আপত্তিকরভাবে ফেসবুকে ছেড়ে দেয়। ভুক্তভোগীর পরিবার বিষয়টি পুলিশকে অবগত করেন। গত মঙ্গলবার বিকালে পল্লবকে শেখহাটি থেকে গ্রেফতার করা হয়।

এ বছর এসএসসি পাস করেছে পল্লব।  

নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমান বলেন, পল্লব এর আগেও কয়েকজন বান্ধবীর ছবি আপত্তিকরভাবে এডিট করে ফেসবুকে পোস্ট করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এএইচ