ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪,   কার্তিক ২২ ১৪৩১

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা উপলক্ষে প্রস্তুতি সভা 

কাজী ইফতেখারুল আলম তারেক, যুক্তরাষ্ট্র থেকে

প্রকাশিত : ০৮:২৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার | আপডেট: ০৮:২৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জাতিসংঘে ভাষণ ও নাগরিক সংবর্ধনাকে সফল ও সার্থক করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ ও চার্চ ম্যাকডোনাল ইউনিটের আয়োজনে ব্রুকলিনের রাঁধুনী রেস্টুরেন্টে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ,এমপি।  

প্রধান অতিথি ডঃ আব্দুস সোবহান গোলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ অর্থনৈতিক ভাবে শক্তিশালী হয়েছে। দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে তাই প্রবাসী বাঙ্গালীদের কে এগিয়ে আসতে হবে। 

দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে দাবি করে প্রধান অতিথি বলেন, যোগ্য নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আর তাই বিশ্ব নেতারা এখন বঙ্গবন্ধু কন্যাকে সমীহ করে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ প্রভাবশালী প্রতিটি রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত সম্মান করেন এবং বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। 

দেশের অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন করে তিনি তলাবিহীন ঝুড়িকে সমৃদ্ধ অর্থনীতির সোপানে পরিণত করেছেন ।এই কৃতিত্বের দাবিদার একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর। 

কমিউনিটি স্বাস্থ্য সেবা সম্পর্কে ড. গোলাপ বলেন, দেশে কমিউনিটি ক্লিনিক চালু করে শেখ হাসিনা সরকার প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ লাঘব করেছেন । অথচ বিএনপি জামায়াত ক্ষমতায় এসে সেটি বন্ধ করে দেয়। আজ জাতিসংঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সেবাকে অনন্য বলে আখ্যা দিয়েছেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে। তাই সকল সংকট ও ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে চতুর্থবারের মতো নির্বাচিত করার আহ্বান জানান।

প্রবাসীদের সমর্থন চেয়ে ডক্টর আব্দুস সোবহান গোলাপ বলেন, আগামী নির্বাচনে আপনাদেরকে দেশে গিয়ে নৌকাকে জয়যুক্ত করার দায়িত্ব নিতে হবে তাহলে দেশ ভালো থাকবে এবং আপনারা ভালো থাকবেন। 

উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ লুৎফুর রহমান, সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ সহ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ। 

এসময় বক্তারা বলেন, জাতিসংঘের ৭৮তম সম্মেলন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র আগমন এবং জাতিসংঘে তাঁর দিকনির্দেশনামূলক ভাষণের মধ্য দিয়ে আগামীকাল নতুন একটি দিগন্ত রচিত হবে।  একটি সুন্দর পৃথিবী নির্মাণের পথে  ভাষণটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। তাই যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মানুষের অংশগ্রহণে জাতিসংঘের সদর দপ্তর প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এমএম//