মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাণিজ্যে প্রভাব ফেলবে না: সালমান এফ রহমান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:২২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা ব্যবসা বাণিজ্যে বিরূপ কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
শনিবার রাজধানীতে উন্নয়ন পরিকল্পনা বিষয়ক এক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।
নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞাকে স্বাগত তিনি। বলেন, এই ভিসা নিষেধাজ্ঞা বাণিজ্য ক্ষেত্রে কোনো সংকট তৈরি করবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ চায় অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই লক্ষ্যে কাজ করছে শেখ হাসিনা সরকার।
নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ উল্লেখ করে তিনি বলেন, এর আগে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ছিল। শেখ হাসিনা সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ থেকে সরিয়ে স্বাধীন একটি নির্বাচন কমিশনের রূপ দিয়েছেন। আমরা স্বচ্ছ ব্যালট বক্স করেছি।
এএইচ