রাশিয়ার সিদ্ধান্তের পরই দাম বাড়ল জ্বালানি তেলের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৪ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩ রবিবার | আপডেট: ১২:৪০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩ রবিবার
সাময়িক জ্বালানি রপ্তানি নিষিদ্ধ করেছে রাশিয়া। দেশের বাজারে তেলের মূল্য স্থিতিশীল করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। এদিকে এই নিষেধাজ্ঞায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্বে ডিজেল ও গ্যাসোলিনের বৃহত্তম এবং অপরিশোধিত তেলের অন্যতম প্রধান সরবরাহকারী রাশিয়া। মাত্র চারটি বাদে বিশ্বের বাকি সব দেশে ডিজেল ও গ্যাসোলিন রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটি।
রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সই করা এক ডিক্রিতে এই নির্দেশনা দেয়া হয়। ক্রেমলিন বলছে, অভ্যন্তরীণ বাজারে তেলের দাম স্থিতিশীল করতেই সাময়িক নিষেধাজ্ঞা।
এরপর থেকেই বিশ্ব বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। কেননা, রাশিয়া প্রতিদিন প্রায় নয় লাখ ব্যারেল ডিজেল এবং এক লাখ ব্যারেল পেট্রোল রফতানি করে থাকে।
রাশিয়ার এ ঘোষণার ফলে বৈশ্বিক জ্বালানি সংকট আরও তীব্র হবে উঠছে। শীতকালের আগেই রফতানি কমিয়ে দেয়ায় বাজারে উর্ধ্বমুখী প্রভাব পড়তে শুরু করেছে।
বিপরীত অবস্থা দেখা গেছে রাশিয়ার বাজারে। রফতানি বন্ধের খবরে দেশটিতে পেট্রল ও ডিজেলের দাম ৫ শতাংশ কমে গেছে।
আশঙ্কা করা হচ্ছে, শীত মৌসুমের আগে ডিজেল জ্বালানির অন্যতম প্রধান সরবরাহকারী রাশিয়ার রফতানি বন্ধের সিদ্ধান্তের ফলে বিশ্বব্যাপী চাহিদার বিপরীতে সরবরাহ ব্যবধান আরও বাড়বে।
এএইচ
এএইচ