ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

‘যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে পুলিশ ‘ইমেজ সংকটে’ পড়বে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩ সোমবার | আপডেট: ০৮:২৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩ সোমবার

যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে পুলিশ ‘ইমেজ সংকটে’ পড়বে বলে মনে করেন না পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

তিনি বলেন, ‘মার্কিন ভিসা নীতির কারণে পুলিশ ইমেজ (ভাবমূর্তি) সংকটে পড়বে, এমনটি আমি মনে করছি না।’

আজ সোমবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।

 ‘কমব্যাটিং ফিউচার চ্যালেঞ্জেস ইন ট্যুরিজম সিকিউরিটি : বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ পারস্পেকটিভস’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদুর রহমান।

সম্প্রতি বিভিন্ন সংঘর্ষের সময় অস্ত্র প্রদর্শনের কথা উল্লেখ করে আইজিপির কাছে জানতে চাওয়া হয়, জাতীয় নির্বাচনে এই অস্ত্র কোনো প্রভাব ফেলবে কি না ? জবাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কেউ যখন কোনো অস্ত্র প্রদর্শন করে, এটা নিয়ে আমরা কাজ করি, জাতীয় নির্বাচনে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারে বিশেষ কোনো অভিযান পরিচালিত হবে কি না, এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘আমরা যথাসময়ে এটা করব। তবে কৌশলগত কারণে এটা আমরা এখন বলছি না।’ আমি আশ্বস্ত করতে চাই, সন্ত্রাসী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সন্ত্রাসীদের গুলিতে একটি প্রতিষ্ঠানের আইনি পরামর্শক ভুবন চন্দ্র শীলের (৫২) মৃত্যু, ব্যাংক থেকে পুলিশের ছিনতাই এসব ঘটনার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘যখনই কোনো ঘটনা ঘটে, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করি। পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তাকেও আমরা ছাড় দিই না। প্রতিটি ঘটনা তদন্ত করে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করি।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইজিপি বলেন,  ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। 

এখন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না জানতে চাইলে আবদুল্লাহ আল-মামুন বলেন, 'নির্বাচন আসছে, নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনের সময় নির্বাচন কমিশন যে দায়িত্ব আমাদের দেবে সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব।'

আইজিপি বলেন, ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের মাঝে আস্থার জায়গা তৈরি করছে। তিনি বলেন, আমরা একসময় ট্যুরিস্ট পুলিশের প্রয়োজন অনুভব করিনি। এখন আমরা বুঝতে পারছি ট্যুরিস্ট পুলিশের প্রয়োজনীয়তা রয়েছে।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রী ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠনের পর শিল্পখাতে বিশৃঙ্খল পরিস্থিতি থেকে একটি শিল্পানুকূল পরিবেশ তৈরি হয়েছে। তেমনিভাবে ট্যুরিস্ট পুলিশ গঠনের ফলে পর্যটন খাতে ব্যাপক পরিবর্তন এসেছে।

সূত্র: বাসস

এসবি/