ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

র‌্যাব পরিচয়ে ছিনতাই, ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১২ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার

র‌্যাব পরিচয়ে মোবাইল ছিনতাইর ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার বিকালে গ্রেপ্তারকৃত দুইজনকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন করে পুলিশ রিমান্ড মুঞ্জর করে।

এর আগে রোববার রাতে উপজেলার খাসনগর এলাকার রয়েল রিসোর্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর উপজেলার মোগরাপাড়া এলাকায় প্রাইভেটকারে যাওয়ার সময় র‌্যাব পরিচয়ে দুই সহযোগীকে নিয়ে রাজধানীর মোবাইল ফোন ব্যবসায়ী ও মামলার বাদী সুমনের গাড়ি থামিয়ে ২৮৩টি মোবাইল ছিনতাই করে ছাত্রলীগের এই দুই নেতা। 
পরে তিনি সোনারগাঁ থানায় ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। 

ছাত্রলীগের এই দুই নেতার বিরুদ্ধে এর আগেও ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের অভিযোগে একাধিক মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

এএইচ