বিশ্বকাপে ৫ ম্যাচে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশী শরফুদৌল্লাহ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:০০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার
প্রথমবারের মতো বিশ্ব আসরে বাংলাদেশ থেকে আম্পায়ার নিচ্ছে আইসিসি। ভারতে ওয়ানডে বিশ্বকাপে পাঁচটি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন বাংলাদেশী আম্পয়ার শরফুদৌল্লাহ সৈকত।
সোমবার বিশ্বকাপের প্রথম পর্বের ৪৫টি ম্যাচের ফিল্ড আম্পয়ার, টিভি আম্পয়ার, চতুর্থ আম্পায়ারের নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন সৈকত। ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তিনি।
এছাড়া ১৫ অক্টোবর ইংল্যান্ড-আফগানিস্তান, ২৫ অক্টোবর অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস, ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে এবং ৩ নভেম্বর নেদারল্যান্ডস-আফগানিস্তান ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন তিনি।
সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করা হবে প্রথম পর্ব শেষে।
এ পর্যন্ত ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন ১৯৯৪ সালে আইসিসি ট্রফিতে বাংলাদেশের হয়ে খেলা শরফুদ্দৌলা।
এএইচ