ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

ঢাকায় আন্তর্জাতিক হেলথকেয়ার মেলা শুরু বৃহস্পতিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার

রাজধানী ঢাকায় আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনের বাংলাদেশ ইন্টারন্যাশনাল হেলথকেয়ার এক্সপো-২০২৩। ছয়টি দেশের ৩০টির বেশি হাসপাতাল ও হেলথকেয়ার পরিষেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে এ মেলা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এতে লিখিত বক্তব্য তুলে ধরেন এক্সপোর আয়োজক মুরাদ হোসাইন। তিনি বলেন, ঢাকার শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে এ এক্সপো অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশসহ ভারত, নেপাল, ইরান, তুরস্ক, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার হাসপাতাল ও হেলথকেয়ার পরিষেবা প্রতিষ্ঠান অংশ নেবে।

তিনি আরও বলেন, এটি কোনো গতানুগতিক হেলথ কেয়ার মেলা নয়। এতে বিদেশি হেলথকেয়ার খাতের সঙ্গে দেশের এ খাতের পারস্পরিক সহযোগিতা, সংযোগ ও বন্ধনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিভিন্ন দেশের প্রথিতযশা চিকিৎসক, বিজ্ঞানী ও গবেষকের অংশগ্রহণে ১০টি স্বাস্থ্যবিষয়ক ওয়ার্কশপ ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। উল্লেখযোগ্য চিকিৎসককে সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে।

এক্সপোর অন্যতম আয়োজক ও এমপ্যাথি সলিউশনের (ইন্ডিয়া) ডিরেক্টর দীলিপ কুমার চোপড়া বলেন, অংশগ্রহণকারী দেশগুলোর শীর্ষ হাসপাতাল, ওয়েলনেস সেন্টার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ফার্মাসিউটিক্যালস ও প্রযুক্তি পণ্য প্রদর্শিত হবে।

এক্সপোর প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেন। আরও আছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খলিলুর রহমান প্রমুখ।

এসবি/