ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

টি-টোয়েন্টিতে ৩১৪ রান করে নেপালের রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩ বুধবার

এশিয়ান গেমস ক্রিকেটে রেকর্ড গড়লো নেপাল। টি-টোয়েন্টিতে এক ইনিংসে  ৩১৪ রান করেছে তারা। যা এযাবত কালের সর্বচ্চো।

মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচে একাধিক রেকর্ড গড়েছে হিমালয়ের দেশটি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটি সর্বোচ্চ রান। এর আগে এই রেকর্ড ছিল আফগানিস্তানের দখলে। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান তুলেছিলেন আফগানরা। 

এই ম্যাচে আরও রেকর্ড গড়েছে নেপাল। এক ইনিংসে সর্বোচ্চ ২৬টি ছক্কা হাঁকিয়েছেন নেপালিরা। যা আগে আফগানরা হাঁকিয়েছিল ২২টি। 

ছোট সংস্করণের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছেন নেপালি ব্যাটার কুশাল মাল্লা। ৫০ বলে ১৩৭ রানে দানবীয় ইনিংস খেলেন তিনি। এই ইনিংসে ৮টি চারের পাশাপাশি ১২টি ছক্কা হাঁকিয়েছেন কুশল। 

তিনি রোহিত শর্মা ও ডেভিড মিলারকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন। ৩৪ বলে শতক তুলে নিয়েছেন কুশল।

একই ম্যাচে যুবরাজ সিংয়ের ১২ বলে ফিফটির রেকর্ড ভেঙে দিয়েছেন নেপালের দিপেন্দ্র সিং। ৯ বলে ৮ ছক্কায় অর্ধ-শত রান করেছেন তিনি। 

রেকর্ডময় এই ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে ২৭৩ রানের বিশাল জয় পায় নেপাল।

এএইচ