ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুন, জীবিত বর-কনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার

ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন বর কনে। প্রাথমিক অবস্থায় বর ও কনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে আত্মীয়-স্বজনরা তাদের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেন।

ইরাকে টেলিভিশন চ্যানেল-ওয়ানের কাছে তাদের আত্মীয়-স্বজনরা জানায়, দুর্ঘটনায় বেঁচে গেলেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন নতুন দম্পতি। 

মঙ্গলবার রাতে ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশে বিয়ের অনুষ্ঠানে আগুন লাগে। এতে  অন্তত ১১৩ জন নিহত হয়। আহতের সংখ্যা দেড়শ’র বেশি। 

আগুন লাগার মূল কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আতশবাজি থেকে আগুনের সূত্রপাত। 
হলটিতে স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থার অভাব ছিল। এর ভেতর থাকা দাহ্য গ্যাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পরে বলে জানায় কর্তৃপক্ষ। 

এই ঘটনার হলরুমে ৯ কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিন দিনের জাতীয় শোক ঘোষণা করছে ইরাক সরকার।

এএইচ