ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সরকারি ছুটি থাকায় এবং আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমস হাউজে বাণিজ্য বন্ধ রয়েছে। তবে চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

পুনরায় শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে এ বন্দরে। 

এদিকে দুই দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় বন্দরের দু’পাশে প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক পণ্য নিয়ে আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে পঁচনশীল বিভিন্ন খাদ্যদ্রবসহ শিল্পকারখানার জরুরি কাজে ব্যবহৃত কাঁচামালও রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন।

স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বৃহস্পতিবার ও সাপ্তাহিক শুক্রবার ছুটি থাকায় টানা দুইদিন দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী শনিবার সকাল থেকে আবার স্বাভাবিকভাবেই আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

এএইচ