মাটির ঘরের দেয়াল চাপায় ভাই-বোনের মৃত্যু, আহত ৩
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ১০:১৭ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩ শনিবার | আপডেট: ১০:২০ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটির ঘরের দেয়াল চাপায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো মিশু (১০) ও তার ভাই রাফিন (১২)। তারা উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মোঃ মন্নাফ মিয়ার সন্তান।
এ ঘটনায় পিতা মন্নাফ (৪২) তার আরেক মেয়ে ইসু (১০) ও স্ত্রী রোকসানা বেগম (৩৫) আহত হয়েছেন।
জানা যায়, রাতে খাওয়ার পর দুই মেয়ে ও এক ছেলেসহ স্ত্রীকে নিয়ে মন্নাফ মিয়া মাটির ঘরে ঘুমিয়ে পড়েন। রাতভর বৃষ্টি হওয়ায় মাটির দেয়াল ভিজে দুর্বল হয়েছিল। হঠাৎ পাশের আরেকটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল তাদের বসতঘরের ওপর ধসে পড়ে। এতে তারা ৫ জন মাটির ঘরে চাপা পড়ে আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মিশু ও রাফিনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় ইসুকে ঢাকায় পাঠানো হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ