ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফেনী ছাগলনাইয়া পৌর এলাকায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের থানাপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, খাগড়াছড়ি জেলার রামগড় থানার রামগড় করইয়া বাগান এলাকার ছেরাজুল হকের ছেলে মাইন উদ্দিন, বাগেরহাট জেলার কচুয়া থানার সাংদিয়া গ্রামের রবীন্দ্র দাসের ছেলে বিকাশ চন্দ্র দাস। 

স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে নির্মাণাধীন ভবনের আশপাশে খোঁজ করতে এলে সেপটিক ট্যাংকের ভিতরে তাদের পাওয়া যায়। এ সময় চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসে, পরে পুলিশ এসে তাদের মৃতদেহ উদ্ধার করে ছাগলাইয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া, ফুলগাজী,পরশুরামের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো: ওয়ালী উল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একজন শ্রমিক সেন্টারিং খোলার জন্য নিচে নামলে সেখানে গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়লে আরেকজন শ্রমিক তাকে উদ্ধার করার জন্য নামলেই সেও গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। তারপরেও আমরা পুরো বিষয়টিকে তদন্ত করছি। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

রিপোর্ট পেলে ঘটনাটি উদঘাটন হবে বলে জানান তিনি।

এএইচ