ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪,   কার্তিক ২২ ১৪৩১

শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক অচলাবস্থার অবসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩ এএম, ১ অক্টোবর ২০২৩ রবিবার

প্রতিনিধি পরিষদ এবং সিনেট উভয়েই স্বল্পমেয়াদী তহবিল চুক্তিতে সম্মত হওয়ায় শেষ পর্যন্ত অর্থনৈতিক অচলাবস্থা কাটাতে পেরেছে যুক্তরাষ্ট্র।

রোববার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমগুলো বলছে, শনিবার বিকালে এমন সিদ্ধান্তের ফলে পহেলা অক্টোবর নতুন বাজেট পাসে সমর্থ হলো দেশটি। এর ফলে ব্যয় নির্বাহ নিয়ে আর কোনো সংকট থাকলো না। 

পাশাপাশি, কেটে গেলো যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সামরিক, পরিবহন ও বিচার বিভাগের মতো অনেকগুলো শাখাই স্থবির হয়ে যাওয়ার আশঙ্কা। 

এরআগে, সিনেটে বিল পাস হলেও প্রতিনিধি পরিষদে দেখা দেয় সংশয়। ডেমোক্রেট আর রিপাবলিকানদের ঐকমত্য না থাকায় মার্কিন কংগ্রেসে যেকোনো বিল পাশের ক্ষেত্রে বরাবরই দ্বন্দ্ব লেগে থাকে।

প্রতিনিধি পরিষদে ৩৩৫-৯১ ভোটে বিল অনুমোদিত হয়। এই বিলের মাধ্যমে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারকে অর্থায়ন করা যাবে। কিন্তু এই বিলে ইউক্রেনের জন্য কোনও নতুন সহায়তা অন্তর্ভুক্ত নেই।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, প্রায় ২০৯ জন ডেমোক্র্যাট এই বিলটিকে সমর্থন করেছেন। অন্যদিকে এই বিলটি সমর্থনকারী রিপাবলিকানদের সংখ্যা ১২৬ জন। অবশ্য বিল পাস হওয়ায় নিজের দলের কট্টরপন্থিদের কাছ থেকে চাপের মুখে পড়েছেন রিপাবলিকান হাউস সংখ্যাগরিষ্ঠ নেতা কেভিন ম্যাকার্থি।

মূলত কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের বিল পাস হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রে জটিলতা তৈরি হয়েছিল। এটি পাস না হলে শনিবারের পর (স্থানীয় সময় ১ অক্টোবর মধ্যরাত) বন্ধ হয়ে যেতে পারত যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। যা দেশটিতে ‘শাটডাউন’ হিসেবে পরিচিত।

এএইচ