ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

দুই জেলায় বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১০:৫২ এএম, ১ অক্টোবর ২০২৩ রবিবার | আপডেট: ১১:০০ এএম, ১ অক্টোবর ২০২৩ রবিবার

গাইবান্ধা ও নওগাঁয় নদ-নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুর্ভোগে আছেন বন্যার পানিতে প্লাবিত এলাকার বাসিন্দারা।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর পানি করে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দুর্ভোগে করতোয়া পাড়ের গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি উপজেলার ২১টি গ্রামের ২৫ হাজার মানুষ।

পড়েছেন বিশুদ্ধ পানি সংকটে। অনেকে ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। 

অপরদিকে, নওগাঁয় আত্রাইয়ের ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় দীর্ঘ মেয়াদী বন্যার শঙ্কায় স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে দিনরাত কাজ করছেন তারা। 

তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, পানির স্রোত না কমা পর্যন্ত সড়ক মেরামত সম্ভব নয়। 

এদিকে কৃষি বিভাগের তথ্যমতে, প্রায় দেড় হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। 

এএইচ