নির্বাচন নিরপেক্ষ-সুষ্ঠু করার চ্যালেঞ্জ নিয়েছে ইসি: হাবিবুল আউয়াল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৪১ পিএম, ১ অক্টোবর ২০২৩ রবিবার | আপডেট: ০১:৪২ পিএম, ১ অক্টোবর ২০২৩ রবিবার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজন করার চ্যালেঞ্জ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার -সিইসি কাজী হাবিবুল আউয়াল।
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে ইউএনওদের নির্বাচনী প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
সিইসি বলেন, এবারের জাতীয় নির্বাচনে ইসির ওপর দায়িত্ব বেশি। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের বিতর্কের চাপ আমাদের ওপর এসে পড়েছে। তাই আমাদের দায়িত্ব বেশি। আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার চ্যালেঞ্জ গ্রহণ করেছে ইসি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, আস্থার সংকটই নির্বাচনের আসল সংকট। সেটা যেনো তৈরি না হয়, সেজন্য দায়িত্ব পালনে সজাগ থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, আগামীতে যে নির্বাচন করতে যাচ্ছি এই নির্বাচনের বিশেষ দিক হচ্ছে অভিযোগের মাত্রা অতিরিক্ত। নির্বাচন নিয়ে সমালোচনা- বিতর্ক থাকতে পারে। অতীতে, এমনকি ব্রিটিশ আমলেও নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে।
নির্বাচনী প্রশিক্ষণে এবার ১৪টি জেলা থেকে ৪টি ব্যাচে ৫০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ৫০ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
এএইচ