ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ১১:৩৭ এএম, ২ অক্টোবর ২০২৩ সোমবার
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের আব্দুল মজিদ (৭০) নামে এক হাজতি মৃত্যুবরণ করেছেন।
রোববার (১ অক্টোবর) বিকালে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল মজিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের শিবপুর ইউনিয়নের জুলাইপাড়ার মৃত হরন আলীর ছেলে। তিনি একটি হত্যা মামলায় আসামি হিসেবে গ্রেফতার হয়ে জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো.শহিদুল ইসলাম জানান, চলতি বছরের ২৩ জুন দায়ের হওয়া একটি হত্যা মামলা গ্রেফতারকৃত আসামি হিসেবে আব্দুল মজিদ কারাগারে হাজতি হিসেবে ছিলেন। রোববার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তার মরদেহ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে।
এএইচ