ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচে বৃষ্টির হানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ২ অক্টোবর ২০২৩ সোমবার

বৃষ্টির কারণে বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচের ৩১তম ওভারে বন্ধ হয়ে গেছে খেলা। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৩০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৩ রান। ৭৩ বলে ৬০ করে উইকেটের ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ এবং তাওহীদ হৃদয়।

গোয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ২৬ রানেই আউট হন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। 

বিপর্যয় এড়িয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম। মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে সচল রাখেন রানের চাকা।

৪৪ বলে ৪৫ করে তামিম বিদায় নিলেও উইকেটের একপ্রান্তে থিতু হয়ে বসে অর্ধশতকের কোটা পূর্ণ করেন মিরাজ। একপ্রান্ত তিনি আগলে ধরে রাখলেও অপরপ্রান্ত থেকে হতাশ করেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

মুশফিক মাঠ ছাড়েন ৮ রান করে আর রিয়াদ সাজঘরের পথ ধরেন ১৮ রানে। আর তাতেই দেড়শ রানের আগেই পঞ্চম উইকেটের পতন ঘটে বাংলাদেশের।

এসবি/