ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

কানাডার ৪১ কূটনীতিককে সরিয়ে নিতে বলল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৩ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনাকে কেন্দ্র করে কানাডা-ভারতের সম্পর্কের অবনতি কদিন ধরেই। সেই অবনতি আরো এক ধাপ এগালো। মঙ্গলবার ভারত কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিতে বলেছে। 

এজন্য আগামী ১০ অক্টোবর সময়ও বেধে দিয়েছে ভারত। এর মধ্যে সবাইকে সরিয়ে নিতে হবে। এই ঘটনায় বোঝা যাচ্ছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ছেই।

যদিও কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারত সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। নয়াদিল্লি এর আগে বলেছিল, তারা প্রতিটি দেশের কূটনীতিকদের সংখ্যা এবং গ্রেডে ‘সমতা’ চায়।

অটোয়ায় ভারতের যত কূটনীতিক রয়েছেন, তার চেয়ে নয়াদিল্লির হাই কমিশনে কয়েক ডজন বেশি কূটনীতিক রয়েছেন কানাডার। কারণ ভারতীয় বংশোদ্ভূত প্রায় ১৩ লাখ কানাডীয় নাগরিকের আত্মীয়দের জন্য তুলনামূলক বড় কনস্যুলার বিভাগের প্রয়োজন হয়।

গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন। এর পরেই ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে।

এসবি/