ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

গ্রামীণ টেলিকমের তিন পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ৪ অক্টোবর ২০২৩ বুধবার

গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা ২২ লাখ টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির তিন পরিচালকের দুদকে জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে। 

বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে দুদক কার্যালয়ে আসেন গ্রামীণ টেলিকমের পরিচালক নাজনীন সুলতানা, নূরজাহান বেগম ও হাজ্জাতুল ইসলাম লতিফী। 

দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে দুপুর ১টার দিকে তারা দুদক কার্যালয় ত্যাগ করেন।

একই মামলায় বৃহস্পতিবার নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যদের তলব করেছে দুর্নিতি দমন কমিশন। 

এরআগে চলতি বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

এএইচ