ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

আজ থেকে নীতি সুদহার ৭.২৫ শতাংশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪ এএম, ৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বা রেপো রেট শূন্য দশমিক ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যা আজ থেকে কার্যকর হচ্ছে। 

আজ বৃহস্পতিবার থেকে নতুন রেপো রেট হবে সাত দশমিক ২৫ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপর্যায়ের সভায় বুধবার এই সিদ্ধান্ত হয়।

গত একযুগেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এত বেশি হারে রেপো রেট বাড়ায়নি কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজনে নীতি সুদ হার আরও বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।

নীতি সুদহার বাড়ানোর কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো যে টাকা ধার করে তার সুদহার বাড়বে। পাশাপাশি ব্যাংকগুলোতে রাখা আমানত ও ব্যাংক ঋণের সুদহারও বাড়বে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আরও সংকোচনমূলক মুদ্রা সরবরাহের পথে হাঁটার সিদ্ধান্ত নিল। 

মূল্যস্ফীতি বৃদ্ধির জন্য এত দিন মূলত ডলারের মূল্যবৃদ্ধিকে দায়ী করে আসছিল বাংলাদেশ ব্যাংক। এখন সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। সুদের হার বাড়লে মানুষ সাধারণত ব্যাংকে আমানত রাখতে উৎসাহিত হন।

সেপ্টেম্বর মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৭৫ শতাংশ হয়েছে, যা আগস্টে ছিল ৯ দশমিক ৯৮ শতাংশ। আর শহরে সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ, যা আগস্টে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ।

এএইচ