ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ছিটকে গেল বাংলাদেশ, ফাইনালে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫ পিএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার

এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে ভারতের কাছে হেরে সোনার লড়াই থেকে ছিটকে গেলো বাংলাদেশ।

আজ শুক্রবার চিনের হাংজুতে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৯৭ রানের লক্ষ্য মাত্র ১ উইকেট হারিয়ে ৯.২ ওভারেই টপকে যায় ভারতীয় ব্যাটাররা।

শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সর্বোচ্চ অপরাজিত ২৪ রান করেন উইকেটরক্ষক জাকের আলি। এছাড়া পারভেজ হোসের ইমন ২৩ আর রাকিবুলের ১৪ রানে ভর করে ৯ উইকেটে ৯৬ রান তোলে বাংলাদেশ। 

জবাবে, মাত্র ১ উইকেট হারিয়ে ৬৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড ৪০ আর তিলক ভার্মা করেছেন ৫৫ রান।

ফাইনালে ভারত মুখোমুখি হবে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ীর। আর বাংলাদেশ ব্রোঞ্জ পদকের লড়াই করবে দ্বিতীয় সেমিফাইনালে পরাজিত দলের বিপক্ষে।

এএইচ