ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

পরমাণুশক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার

রাশিয়া পরমাণুশক্তিসম্পন্ন বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির  প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। 

বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে এ তথ্য জানান তিনি। 

পুতিন বলেন, রাশিয়া এখন কার্যত আধুনিক কৌশলগত অস্ত্রের কাজ শেষ করছে। রাশিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষায় ফিরে আসার পাশাপাশি পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তির অনুমোদন প্রত্যাহার করতে পারে বলেও জানান রুশ প্রেসিডেন্ট। 

এদিকে, ইউক্রেনের খারকিভ অঞ্চলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হরোজা গ্রামে রুশ বিমান হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। সে সময় স্থানীয়রা একটি অন্তেষ্টিক্রিয়ায় অংশ নিচ্ছিলেন। 

এএইচ