ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

জনদুর্ভোগের আরেক নাম লোকাল বাস (ভিডিও)

অখিল পোদ্দার

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার

জনদুর্ভোগের আরেক নাম লোকাল বাস। রাজধানীর বেশিরভাগ লোকাল বাসের সিট ভাঙা। নেই ফ্যান, গরম আর  দুর্গন্ধে ভেতরে টেকাও দায়। রাতে বাসের ভেতর জ্বলে না লাইট। টাকার বদলে সেবা নয় বরং নতুন নতুন সমস্যার মুখোমুখি যাত্রীরা। 

রাজধানীর লোকাল বাস নিয়ে কাহিনীর শেষ নেই। আছে নাটক, গল্প-কবিতা আর অসংখ্য প্রতিবেদন। এরপরও বোধোদয় হয়নি মালিকদের। 

অধিকাংশ বাসের জানালা নেই। যা-ও আছে তাও আবার ভাঙা। বৃষ্টিতে যাত্রীরা ভিজে নাকাল, আর গরমে ঘামের দুর্গন্ধে অসহায়।

যাত্রীরা জানান, ফ্যান চলছেনা, ফ্যান নষ্ট, গ্লাস ভাঙা, সিট ভাঙা। তাদের ব্যবহারটা খুবই খারাপ। গরু যেভাবে নেয়া হয় সেভাবে মানুষ ভরে। এ ব্যাপারে কোনো পদক্ষেপই নাই।

একেতো আসন সীমিত। যা আছে তা আবার আরামদায়কতো নয়ই ক্ষেত্রবিশেষ বসার উপযোগীও নয়। চিমটি দিলে সিট কাভারের ময়লা ঢোকে আঙুলের ফাঁকে। এদিক-সেদিক হুক বেরিয়ে থাকায় প্রায়শই ছিঁড়ছে জামা-কাপড়। এসব নিয়ে অভিযোগ দিয়েও নেই কোনো ফায়দা।

ভুক্তভোগী যাত্রীরা জানান, তারা দেখেও দেখেনা। তারা বলে মালিক কাজ করেনা আমরা কি করবো। 

আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্য জানান, বাসের ফিটনেস বিষয়ে কমতি থাকলে সেসব বাস আটক করে ডাম্পিং করা হয়ে থাকে।

বিকট গরমে প্রায়ই ফ্যানের অভাব বোধ করেন যাত্রীরা। এসব বলবেন কাকে? আর কেই বা শুনবে লোকাল বাসের অস্বাস্থ্যকর পরিবেশের হরেক রকমের গল্প? যেখানে প্রতিনিয়ত টাকা দিয়ে ভোগান্তি কিনছেন যাত্রীরা।

যাত্রীরদের অভিযোগ, এসব নোংরা বাসে যাতায়াতের ফলে দেখা যায় সাথে করে নিয়ে যাচ্ছি ছাড়পোকা।

রাজধানীর পরিবহনগুলো থেকে যতটুকু সেবা পাওয়ার কথা তার কিছুই পাচ্ছেনা সাধারণ যাত্রীরা। 

এএইচ