ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বৃষ্টির অজুহাতে বেড়েছে নিত্যপণ্যের দাম (ভিডিও)

পার্থ সারথি

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার

বৃষ্টির অজুহাতে বেড়েছে নিত্যপণ্যের দাম। সেপ্টেম্বর মাস জুড়ে ভোক্তা-অধিকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় বাজার কাছুটা নিয়ন্ত্রণে থাকলেও সপ্তাহের ব্যবধানে ভোক্তাদের জন্য কোনো সুখবর নেই। নতুন করে বেড়েছে কাঁচা মরিচসহ শাক সবজি ও মাছের দাম। বেড়েছে কক ও ব্রয়লার মুরগির দর।

আলু, পেঁয়াজ ও ডিমের দাম বেঁধে দিলেও বাজারের চিত্র একেবারেই ভিন্ন। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। গত সপ্তাহে ছিল ৪২ থেকে ৪৫ টাকা। খোলা বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে ১০০ টাকায় উঠেছে। গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮০ টাকা দরে।

কাঁচা মরিচের বাজারেও অস্থিরতা কাটেনি। 

বিক্রেতারা জানান, বর্তমানে ৬০ টাকার নীচে কোনো সবজি নাই। শুধু পেপের দাম একটু কম। কাঁচা মরিচ কেজি ২৪০ দরে বিক্রি করছি। পেঁয়াজ আজকে ৯২ টাকা পাইকারি, আমরা বিক্রি করছি ১০০ টাকা দরে। আলু কেনা ৪২-৪৩, বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

ডিমের হালি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন পাইকারিতেই ৪৮ টাকায় কিনতে হচ্ছে।

ডিম বিক্রেতা জানান, খরচ ছাড়াই ৪৮ টাকায় কেনা, ৫০ টাকা বিক্রি করছি।

মাছের বাজারে ক্রেতারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। নদী ও হাওরের মাছ আগে থেকেই দামি। চাষের মাছের দামও এখন বেশ চড়া। 

ইলিশেও সুখবর নেই। বিক্রেতারা বলছেন সরবরাহ কম। 

মাছ বিক্রেতারা জানান, বড় রুইমাছ ৬-৭ কেজি ওজনের ৬শ’ টাকা কেজি, ৪ কেজি ওজনেরগুলো ৫শ’ টাকা কেজি। কাতল মাছ ৪ কেজি ওজনের ৪৫০ টাকা কেজি, কালিবাউস ৫শ’ টাকা, পোয়া ৪শ’ টাকা কেজি।

এক কেজির নিচে ইলিশের দাম ১২০০ টাকারও বেশি। আর কেজির ওপরে গেলেই দাম চাওয়া হচ্ছে ষোল থেকে সতেরশ’ টাকা। 

এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দরও বেড়েছে। বিক্রেতারা জানান, ব্রয়লার ছিল ১৭০-৭৫ টাকা। এখন ১৮৫-৯০ টাকায় কেনা ২শ’ টাকায় বিক্রি করতে হয়। আর সোনালী মুরগী বিক্রি করেছি ৩শ’ টাকা কেজি, বর্তমানে ৩৩০-৪০ টাকা।

এএইচ