ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৬ ১৪৩১

সৌদিতে ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার

সৌদি আরবে কর্মরত অবস্থায় ৩ তলার ছাদ থেকে পড়ে মো. ইউসুফ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সৌদি আরবে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় সৌদি আরবের আভা নামক শহরে কর্মরত অবস্থায় সাইনবোর্ড লাগাতে গিয়ে প্রবল বাতাসের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউসুফের স্বজনেরা।

ইউসুফ লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়নের চাঁদখালী গ্রামের মো. ইব্রাহীমের ছোট ছেলে। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউসুফের ভাই আমিনুল ইসলাম রুবেল শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় জানান, গত ২ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ইউসুফ। সে ভবনে সাইনবোর্ড লাগানোর কাজ করতো। ঘটনার সময় একটি ভবনের সাইনবোর্ড লাগাতে ৩ তলার ছাদে উঠে। এ সময় বাতাসের তোড়ে সে ছাদ থেকে নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। বাড়িতে তার দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ভাইয়ের মরদেহ দেশে আনতে যোগাযোগ চলছে।

এমএম//