ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

রাস্তার পাশে পড়েছিল যুবকের মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ৯ অক্টোবর ২০২৩ সোমবার

কুষ্টিয়ার কুমারখালী থেকে রুবেল (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গোলাইমোড়ের অদূরে রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত যুবক একই ইউনিয়নের হাসিমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং তিনি পেশায় ঘোড়ার গাড়ি চালক ছিলেন। 

নিহতের পরিবার জানায়, রুবেলের প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হলে একবছর আগে কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে মেজবার শেখের মেয়ের সঙ্গে রুবেলের দ্বিতীয় বিয়ে হয়। দ্বিতীয় স্ত্রী সন্তানসম্ভাবা অবস্থায় বাবার বাড়িতে যান এবং গতকাল রোববার একটি মৃত কন্যা সন্তান প্রসব করেন। 

রোববার সন্ধ্যায় রুবেলের দ্বিতীয় স্ত্রীর ভাই মিঠু শেখ রুবেলকে মোবাইল ফোনে স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে বাড়িতে ডেকে নেন। আজ সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে রুবেলের মরদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। শ্বশুরবাড়ির লোকজন রুবেলকে হত্যা করেছে বলে দাবি পরিবারের। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, রুবেলের স্ত্রীর পরিবারের লোকজন পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এএইচ