বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পেশাজীবী সমন্বয় পরিষদের শ্রদ্ধা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:১৭ পিএম, ৯ অক্টোবর ২০২৩ সোমবার

পেশাজীবী সমন্বয় পরিষদের নবনির্বাচিত কমিটি (২০২৩-২৫ মেয়াদ)'র সভাপতি এবং বিএসএমএমইউ’র সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান এবং মহাসচিব আইইবি'র ভাইস প্রেসিডেন্ট (এস এন্ড ডব্লিউ) ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ. এর নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর,বাংলাদেশের বার কাউন্সিলের চেয়ারম্যান এডভোকেট মোখলেসুর রহমান বাদল, কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, কৃষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব কৃষিবিদ খাইরুল আলম প্রিন্স,স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. কামরুল হাসান মিলন,বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান, অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, বাংলাদেশের কলেজ-শিক্ষক সমিতির মহাসচিব মো. ফয়েজ হোসেন, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর,অধ্যাপক ড. হান্নানা বেগম,অধ্যাপক ড. মিজানুর রহমান মজুমদার,অধ্যাপক ড. আজিজুর রহমান, কৃষিবিদ মো. মাকসুদ আলম খান মুকুট,অধ্যাপক ডা. উত্তম বড়ুয়া, অধ্যাপক ডা: মো. মাহবুবুর রহমান বাবু,ইঞ্জি. মোল্লা মো. আবুল হোসেন,ইঞ্জি. আবু তালেব দোলন,ইঞ্জি. কাজী খায়রুল বাশার,অধ্যাপক ডা. পূরবী দেবনাথ, অধ্যাপক ড. অসীম সরকার,ইঞ্জি. আতাউল মাহমুদ, ডা. মো. জাবেদ, অধ্যাপক ডা. মো. শেখ শহীদ উল্ল্যাহ, ডা. বেলাল হোসেন সরকার, ইঞ্জি. মো. নজরুল ইসলাম, ইঞ্জি. আবুল কালাম হাজারী, ইঞ্জি. অমিত কুমার চক্রবর্তী, ইঞ্জি. মো.কামরুল হাসানসহ বাংলাদেশের জাতীয়, সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বরেণ্য পেশাজীবী-বুদ্ধীজীবী নাগরিকবৃন্দ।