ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

খোকসায় দুর্গাপূজার প্রস্ততি সভা

খোকসা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ৯ অক্টোবর ২০২৩ সোমবার

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।  প্রস্ততিমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।  এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার,  ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা থানা অফিসার ইনচার্জ, মোস্তফা হাবিবুল্লাহ, কৃষি অফিসার সবুজ কুমার সাহা , চেয়ারম্যান আব্দুস শকিব খান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ , উপজেলার ৬৪ টি মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন ।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে মন্দির কমিটির নেতৃবৃন্দের আইন-শৃংখলা রক্ষার্থে সহযোগিতা ও বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়  এবং যে কোন প্রকার বিশৃংখলা রোধে আইন শৃংখলা বাহিনী সর্বদা সজাগ থাকবে বলেও জানানো হয়।  পাশাপাশি মন্দিরের আশেপাশে সন্দেহ জনক ব্যক্তির কর্মকান্ড পরিলক্ষিত হলে সাথে সাথে আইন শৃংখলা রক্ষা বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়। 

এবারে খোকসা উপজেলায় সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় মোট ৬৪ টি মন্দিরে উদযাপন করা হবে।  আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে  দুর্গা পূজার শুরু হবে