ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে রেকর্ডও বাংলাদেশের পক্ষে

আকাশ উজ্জামান

প্রকাশিত : ০৮:৩৭ এএম, ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

বিশ্বকাপে জয়ের ধারা অব্যহত রাখতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আফগানিস্তানকে উড়িয়ে দেয়ার আত্মবিশ্বাসে ধর্মশালার নয়নাভিরাম সবুজ গালিচায় আরও একবার জয়ের গল্পগাথা লিখতে চায় সাকিব আল হাসানের দল। এদিকে প্রথম ম্যাচে হেরে বিছুটা ব্যাকফুটে থাকলেও টাইগারদের বিপক্ষে জয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নামছে ইংল্যান্ড। 

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার বেলা ১১টায়।

বাংলাদেশের পয়মন্ত সংস্করণ ওয়ানডে ক্রিকেট। খেলাটাও হচ্ছে ভারতে। তাই প্রত্যাশার পাল্লাও ভারি টাইগারদের। সেমিফাইনালে খেলাকে প্রথম লক্ষ্য হিসেবে নিয়ে প্রথম ম্যাচেই নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে বাংলাদেশ। 

রশিদ-মুজিবদের দম্ভ চূর্ণ করে এখন দারুণ আত্মবিশ্বাসি সাকিব বাহিনী। দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবছে না বাংলাদেশ। পরিকল্পনা অনুসারে খেলাই মূল লক্ষ্য হাথুরুসিংহের শিষ্যদের।

সবশেষ তিন বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে রেকর্ডও কথা বলছে বাংলাদেশের পক্ষেই। তিনবারের দুইবারই জিতেছে টাইগররা। এছাড়া সর্বশেষ ঘরের মাঠের স্মৃতি তো আরও মধুর সাকিবদের। এই ম্যাচেও এমন কিছুই করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা।

বেশ কয়েকটা ম্যাচে ওপেনিংয়ে নেমে আলো ছড়াতে পারেননি লিটন দাস। টপ অর্ডারে তাই পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট।

এদিকে, চ্যাম্পিয়ন তকমা ধরে রাখার লক্ষ্যে ভারতে এলেও প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ইংল্যান্ড। জয়ের ধারায় ফিরতে ম্যাচ ভেন্যু ধর্মশালায় কঠোর অনুশীলন করেছে বাটলার বাহিনী।

বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে আর কোনো ভুল করতে চায় না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বাংলাদেশের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেতে সর্বোচ্চ দেয়ার প্রত্যয় ইংল্যান্ডের।

এএইচ