আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩
আশা জাগিয়ে ফিরলেন লিটন, চাপে টাইগাররা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৪০ পিএম, ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। যেখানে ব্যাট হাতে আশা জাগিয়ে সাজঘরে ফিরেছেন টাইগার ওপেনার লিটন দাস।
এ প্রতিবেদন খেলা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২১ ওভারে পাঁচ উইকেটে ১২১ রান।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রান করেছে ইংল্যান্ড। এতে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৫ রান।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ম্যাচের প্রথম ওভারেই তিন বাউন্ডারিতে ১২ রান তুলে নিয়েছেন লিটন।
ম্যাচের দ্বিতীয় ওভারে রিস টপলির বলে জনি বেয়ারস্টোর তালুবন্দী হয়েছেন তামিম। আউট হওয়ার আগে ১ রান করেন তিনি।
এরপর উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। তবে রানের খাতা খোলার আগেই টপলির বলে লিভিংস্টোনকে ক্যাচ দেন এ বাঁ-হাতি ব্যাটার।
দলের হাল ধরতে বাইশ গজে আসেন টাইগার দলপতি সাকিব আল হাসান। কিন্তু উইকেটে থিতু হওয়ার আগে সাজঘরে ফিরেছেন তিনিও। এর পরেই উইকেট বিলিয়ে দেন মেহেদী হাসান মিরাজও। ম্যাচের ৯ম ওভারে ক্রিস ওকসের বলে জস বাটলারের তালুবন্দী হন তিনি।
নিয়মিত বিরতিতে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তবে মুশফিকুর রহিমের সঙ্গে ৬২ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তুলেন লিটন। একই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ১১তম ফিফটিও তুলে নেন টাইগার ওপেনার।
অবশ্য সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ক্রিস ওকসের বলে বাটলারের তালুবন্দী হন লিটন। আউট হওয়ার আগে ৭৬ রান করেন এ ডানহাতি ব্যাটার। তার বিদায়ে ক্রিজে আসেন তাওহীদ হৃদয়।
হৃদয়কে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন অভিজ্ঞ মুশফিক। এখন হৃদয় ৫ ও মুশফিক ৩৭ রানে ব্যাটিং করছেন।
এমএম//