গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের ৫ম ও ৬ষ্ঠ দিনের অনুষ্ঠানমালা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০৯ পিএম, ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
প্রতিবারের মতো এবারো দুই দেশের শিল্পীদের পারস্পারিক সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় ও জনগণের আত্মার ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে ৬ থেকে ১৭ অক্টোবর ১২ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩ এর আয়োজন করেছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ। ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪টায় শিশু সংগঠন সৃষ্টিশীল ললিতকলা একাডেমির পরিবেশনা দিয়ে।
উন্মুক্ত মঞ্চ:
দলীয় সঙ্গীত পরিবেশন করে সংস্কৃতি মঞ্চ ও সুরতাল সঙ্গীত একাডেমি, দলীয় আবৃত্তি পরিবেশন করে ঢাকা স্বরকল্পন ও শব্দাঙ্গান, দলীয় নৃত্য পরিবেশন করে স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র, পথনাটক পরিবেশন করে বৃত্ত নাট্যদল।
জাতীয় নাট্যশালা মিলনায়তন:
প্রাচ্যনাট প্রযোজনা- অচলায়তন, রচনা: রবীন্দ্রনাথ ঠাকুর, নির্দেশনা: আজাদ আবুল কালাম
এক্সপেরিমেন্টাল থিয়েটার হল:
আজকের প্রজন্ম (ভারত) প্রযোজনা- অধরা মাধুরী, রচনা : ইন্দ্রনীল দে, নির্দেশনা: সায়ন বিশ্বাস
স্টুডিও থিয়েটার হল:
নাটনন্দন প্রযোজনা- বিষ পবনের গীত, রচনা ও নির্দেশনা: আসমা আখতার লিজা
বাংলাদেশ মহিলা সমিতি:
বাগেরহাট থিয়েটার ও ফরিদপুর থিয়েটার প্রযোজনা- রাজা গিলগামেশ, রচনা: তুষার রায়, নির্দেশনা: শামীম আহমেদ
জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তন:
১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রযোজনা- আবৃত্তি কথামানবী ও বহ্নিশিখা'র প্রযোজনা- গীতিআলেখ্য হেই সামালো
আগামীকাল ১১ অক্টোবর বুধবার উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪টায়।
উন্মুক্ত মঞ্চ:
শিশু সংগঠন মুল ফৌজ (মিরপুর-৬) পরিবেশন করবে, দলীয় সঙ্গীত পরিবেশন করবে সুরবাণী ও দৃষ্টি, দলীয় আবৃত্তি পরিবেশন করবে নান্দনিক শিল্পালয় ও পিদিম থিয়েটার, দলীয় নৃত্য পরিবেশন করবে
নৃত্যতরী ঢাকা বিশ্ববিদ্যালয়
নাট্যপালা, পথনাটক পরিবেশন করবে নাট্যপালা।
জাতীয় নাট্যশালা মিলনায়তন:
প্রাঙ্গণেমোর প্রযোজনা- ঈর্ষা
রচনা: সৈয়দ শামসুল হক
নির্দেশনা: অনন্ত হিরা
এক্সপেরিমেন্টাল থিয়েটার হল:
ঢাকা থিয়েটার প্রযোজনা-
পঞ্চনারী আখ্যান
রচনা: হারুন রশীদ
নির্দেশনা: শহীদুজ্জামান সেলিম
স্টুডিও থিয়েটার হল:
থিয়েটার প্রযোজনা- নিখাই
রচনা ও নির্দেশনা: গাজী রাকায়েত
বাংলাদেশ মহিলা সমিতি:
চন্দ্রকলা প্রযোজনা- তামাশা
রচনা ও নির্দেশনা: এইচ আর অনিক
জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তন:
ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রযোজনা- ফকির আলমগীরের কণ্ঠের গান ভয় নেই কোন ভয়-জয় বাংলার জয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের প্রযোজনা- গীতিনৃত্যাভিনয় পরশ নদীর বাঁকে