ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ভোরে নরসিংদীর সড়কে প্রাণ হারালেন ৩ জন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫২ এএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

নরসিংদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই পিকাপভ্যান যাত্রী ও এক মোটরসাইকেল আরোহীসহ তিনজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব এবং শিবপুরে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রাণ-আরএফএল কোম্পানীর অলটাইম ব্রেড বহকনারী একটি পিকাপভ্যান নরসিংদী থেকে ভৈরর যাবার পথে বেলাব উপজেলার নারায়ণপুর পৌঁছুলে দ্রুতগতিতে চলা সামনের একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকাপের চালক সুমন মিয়া এবং সহযোগী কামরুল নিহত হয়। 

প্রাথমিকভাবে তাদের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এর আগে ভোরে সিলেটের সুনামগঞ্জ ভ্রমণ শেষে ফেরার পথে শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে পেছন থেকে এনা পরবিহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় খাদেমুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। 

নিহত খাদেমুল ইসলাম ঢাকার পল্লবী থানার কালসী এলাকার বাসিন্দা।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক সফর উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। মূলত মিনি কাভার্ডভ্যানই দ্রুত গতিতে সামনের একটি ট্রাককে ধাক্কায় দেয়। দুর্ঘটনা কবলিত পিকাপটি উদ্ধার করা হলেও ট্রাকটি পালিয়ে গেছে।

এএইচ