চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় আইনজীবী নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
চুয়াডাঙ্গার শহরতলী দৌলাৎদিয়াড়ে ইজিবাইকের ধাক্কায় জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জুর হোসেন (৫৮) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে মসজিদে ফজরের নামাজ আদায় করতে যাওয়ার সময় অবৈধ ইজিবাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চুয়াডাঙ্গার ঘোড়ামারা সেতুর কাছে পৌঁছুলে তিনি মারা যান।
চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট বেলাল হোসেন জানান, জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জুর হোসেন ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য সদর উপজেলার শহরতলী দৌলাৎদিয়াড় গ্রামের নিজ বাড়ি থেকে বের হন। রাস্তা পার হয়ে মসজিদের দিকে যাওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। তিনি রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন। সে সময় মাথায় আঘাত পায় তিনি। আহত আইনজীবী মঞ্জুর হোসেনকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরে রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।
এএইচ