ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মন্ত্র টাইগারদের

আকাশ উজ্জামান

প্রকাশিত : ০৯:৪০ এএম, ১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার

ইংল্যান্ডের বিপক্ষে বড় হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মন্ত্রে মাঠে নামছে বাংলাদেশ। চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামের স্পিন পিচে ব্ল্যাক ক্যাপদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টাইগাররা। অন্যদিকে, টানা দুই জয়ে আত্মবিশ্বাসি নিউজিল্যান্ড একাদশে ফেরার অপেক্ষায় অধিনায়ক কেন উইলিয়মসন। 

চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ শুক্রবার ২টা ৩০ মিনিটে।

বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। আফগানদের গুড়িয়ে দেয়ার পর ইংলিশদের বিপক্ষে সব বিভাগেই ব্যর্থ টাইগাররা। 

এবার সাকিবদের প্রতিপক্ষ দারুন ছন্দে থাকা নিউজিল্যান্ড। তবে এ ম্যাচে নতুন শুরুর দিকে তাকিয়ে সাকিবরা। 

টপ অর্ডার নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। প্রস্তুতি ম্যাচে ভালো করলেও প্রথম দু’ম্যাচে ব্যর্থ তানজিদ তামিম। তবে লিটনের ফর্মে ফেরার ইঙ্গিতে স্বস্তিতে হাথুরু।

চেন্নাইয়ের চিদাম্বর স্টেডিয়ামটি স্পিন সহায়ক। তাই স্পেশালিস্ট স্পিনার খেলাতে পারে বাংলাদেশ।

টানা দুই বিশ্বকাপ ফাইনাল খেলেও ট্রফি জিততে না পারার দুঃখ ঘোচানোর মিশনে দুর্বার গতিতে ছুটছে নিউজিল্যান্ড। ইংল্যান্ড-নেদারল্যান্ডসকে নাস্তানাবুদ করার পর জয়ের বৃত্তেই থাকতে চায় কিউইরা।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। সেইসাথে পেস ইউনিটে যুক্ত হতে পারেন টিম সাউদি।

বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান।

নিউজিল্যান্ড দল

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (সহ-অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং।

এএইচ