ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

কালকিনিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১১:২১ এএম, ১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার

মাদারীপুরের কালকিনিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মোঃ শফিকুল ইসলাম সাইলু (৩৫)র মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে উপজেলার রমজানপুর ইউনিয়নের হামেদখার হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইলু কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পশ্চিম সাহেবরামপুর গ্রামের সাইদুল আকনের ছেলে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পশ্চিম সাহেবরামপুর গ্রামের সাইদুল আকনের ছোট ছেলে সাইম আকন দীর্ঘদিন যাবত মাদক সেবন করে আসছে। তাই ছোট ভাইকে মাদক সেবনে বাধা প্রদান করেন বড় ভাই শফিকুল ইসলাম সাইলু। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই সাইম কাঁচি দিয়ে বড় ভাই সাইলুকে কুঁপিয়ে হত্যা করে। 

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ সরদার বলেন, মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই এমন একটি ঘটনা জানতে পেরেছি।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ