দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের নির্দেশ সিইসির
শিউলি শবনম
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৩ শনিবার
জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার পরিবেশ তৈরি করাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য, নির্বাচনে কে এল কে গেল তা গুরুত্বপূর্ণ নয়।
শনিবার (১৪ অক্টোবর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৪ বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষন কর্মসূচিতে একথা বলেন তিনি।
প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচন কমিশনারা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, জনগণের কাছে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হবে। এজন্য ভোটারররা যাতে কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তেমন পরিবেশ তৈরি করতে হবে।
সিইসি বলেন, প্রশাসনে বা সরকারে পুলিশ ও নির্বাহী পরিষদের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। সরকার বলতে আমরা পুলিশ ও ডিসিকেই বুঝি। কাজেই আপনাদের চিত্তে ধারণ করতে হবে আপনারাই সরকারকে প্রতিনিধিত্ব করছেন।
কোনো অনিয়ম, সহিসংসতা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান সিইসি। তিনি বলেন, যেহেতু নির্বাচনের দায়িত্ব আপনাদেরও সেহেতু নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। গ্রহণযোগ্য হবার অর্থ নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হয়েছে।
কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে কে আসলো, কে আসলো না; জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলেই নির্বাচনে একটি বড় সফলতা আসবে।
নভেম্বরের যে কোনো দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানানো হয় প্রশিক্ষণ কর্মশালায়।
এএইচ