নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৩৪ জেলে আটক
ভোলা প্রতিনিধি
প্রকাশিত : ০৫:২৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৩ রবিবার
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৩৪ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫৪ হাজার ৭শ’ মিটার কারেন্ট জাল ও ১৯২ কেজি ইলিশ জব্দ করা হয়।
শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ভোলা সদর, দৌলতখান ও চরফ্যাশন উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে ৩৪ জেলেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ভ্রম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৩৪ জেলেকে আটক করা হয়। এসময় ৫৪ হাজার ৭শ’ মিটার কারেন্ট জাল ও ১৯২ কেজি ইলিশ জব্দ করা হয়।
অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলার পাশাপাশি জব্দকৃত মাছ অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।
এএইচ