ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ইংল্যান্ডকে ২৮৫ রানের টার্গেট দিল আফগানিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ১৫ অক্টোবর ২০২৩ রবিবার

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ২৮৫ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। এক বল বাকী থাকতে ২৮৪ রানে অলআউট হয়েছে আফগানরা। 

রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে অসাধারণ সূচনা পায় আফগানরা। তবে মাঝখানে ঘটে ছন্দপতন। শেষ পর্যন্ত ২৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান।

শুরুটা স্বপ্নের মতো করেছিল আফগানিস্তান। মার্ক উড-রিস টপলিদের মতো পেসারদের নতুন বলে পাত্তাই দেননি রহমানুল্লাহ গুরবাজ-ইব্রাহিম জাদরানরা। উদ্বোধনী জুটি ভেঙে প্রথম সাফল্য পেতে ইংলিশদের অপেক্ষা করতে হয়েছে ১৭তম ওভার পর্যন্ত। তবে এরপর পথ হারায় আফগানরা।

মারমুখি ব্যাটিংয়ে শতরানের জুটি গড়েন দুই ওপেনার। তবে দলীয় ১১৪ থেকে ১২২ রানে মাঝে ৩ উইকেট হারায় আফগানরা। ইব্রাহিম জাদরান ৪৮ বলে ২৮ রান ও রহমানুল্লাহ গুরবাজ ৫৭ বলে ৮০ রান আউট হন। 

এরপর দুই ব্যাটার অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি ও আজমতুল্লাহ ওমরজাই রানের চাকা সচল রাখেন। তবে দলীয় ১৫২ থেকে ১৯০ মধ্যে আরও ৩ উইকেট হারায় আফগানিস্তান।
 
এরপর ক্রিজে আসেন রশিদ খান। তাকে সঙ্গে নিয়ে ৪৩ রানের জুটি করেন ইকরাম আলিখিল। দলীয় ২৩৩ রানে ২২ বলে ২৩ রান করে আউট হন রশিদ। এরপর ক্রিজে আসেন মুজিব উর রহমান। তাকে সঙ্গে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন ইকরাম।

দলীয় ২৭৭ রানে ৬৬ বলে ৫৮ রানে আউট হন ইকরাম। তার বিদায়ের পর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে এক বল বাকী থাকতে ২৮৪ রানে অলআউট হয় আফগানরা। 

ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ ৩টি ও মার্ক উড নেন ২টি উইকেট। 

এএইচ