ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪,   কার্তিক ২২ ১৪৩১

গাজায় ত্রিমুখী হামলা চালাতে যাচ্ছে ইসরায়েল

আজহারুল ইসলাম

প্রকাশিত : ০৯:৫২ এএম, ১৬ অক্টোবর ২০২৩ সোমবার | আপডেট: ০৯:৫৩ এএম, ১৬ অক্টোবর ২০২৩ সোমবার

অবরুদ্ধ গাজার হাসপাতালগুলোতে আর মাত্র ২৪ ঘন্টার জ্বালানি রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে বিদ্যুৎ সংকটের সমাধান না হলে হাসপাতালগুলো বেসামরিক মানুষের মরদেহে ভরে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে, যেকোনো সময় গাজায় ত্রিমুখী হামলা চালাতে যাচ্ছে ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজা দখল ইসরায়েলের জন্য বড় ভুল হবে। 

ইসরায়েলি টানা বিমান হামলা এবং অবরোধের মধ্যে থাকার পর গাজার মানবিক পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছে। বাসিন্দাদের হাহাকারে ভারী হয়ে আছে বাতাস।

গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহের অভাবে সব প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বন্ধ হয়ে গেছে। হাসপাতালগুলো ইতিমধ্যেই কর্মী এবং সরবরাহের ঘাটতিতে ভুগছে। 

জাতিসংঘ সতর্ক করে বলেছে, ২৪ ঘণ্টার মধ্যে গাজা উপত্যকার হাসপাতালের জ্বালানি শেষ হয়ে যাবে। ব্যাকআপ জেনারেটর বন্ধ করার ফলে হাজার হাজার রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়বে।

হাজার হাজার আহত রোগীতে পূর্ণ হাসপাতালে শেষ হয়ে আসছে ওষুধও।

হামাসের হামলার পর বিদ্যুৎ ছাড়াও খাদ্য এবং পানিসহ দৈনন্দিন বিভিন্ন পণ্যের সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ধসে পড়া শত শত বাড়ির সামনে রাত কাটছে গৃহহারা বাসিন্দাদের।

এমন পরিস্থিতিতে, গাজা সীমান্তে শত শত ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েল। আতঙ্ক ছড়িয়ে পড়েছে পশ্চিমতীরেও।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইলের ফের গাজা দখল হবে একটি বড় ভুল। তবে, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে ইসরাইলের প্রবল হামলার প্রতি আবারও সমর্থন জানান বাইডেন। 

আর, বরাবরের মতোই ইসরায়েলে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। 

এএইচ