ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

ভূমিকম্পে কাঁপলো ইরান, ব্যাপক ক্ষয়ক্ষতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০২ পিএম, ১৬ অক্টোবর ২০২৩ সোমবার

এবার ভূমিকম্পে কাঁপলো ইরান। খুজেস্তান প্রদেশের মোশরাগেহ জেলায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের রামশির কাউন্টির মোশরাগেহ জেলা। 

আহভাজ, মাহশাহর, রামশির, হোভেইজেহ-সহ প্রদেশের বিভিন্ন শহরে ভূমিকম্প অনুভূত হয়। 

হতাহত সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি। তবে বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা ধসে পড়েছে। 

প্রতিবেশী আফগানিস্তানের হেরাতে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের মাত্র কয়েক ঘণ্টা পরই ইরানে ভূমিকম্পটি আঘাত হানল।

এএইচ